• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • দুই বিঘা জমি (কবিতা)
দুই বিঘা জমি (কবিতা)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

দুই বিঘা জমি (কবিতা)

দুই বিঘা জমি (বহুনির্বাচনি প্রশ্ন)

১. 'দুই বিঘা জমি' কোন ধরনের কবিতা?
ক. কাহিনি-কবিতা
খ. গীতিকবিতা
গ. চতুর্দশপদী কবিতা
ঘ. স্বদেশপ্রেমের কবিতা

২. 'সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে বাত্রে নাহিকো ঘুম'-পঙ্ক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i. স্মৃতিকাতরতা
ii. স্পর্শকাতরতা
iii. অনুদারতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii

৩. বাবু সাহেবের সম্পত্তি-আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে, তা হচ্ছে-
i. বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে
II. পেলে দুই বিষে, প্রন্থে ও দিঘে সমান হইবে টানা
iii. এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. i ও iii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রাজিব সাহেব এক যুগ আগে আমেরিকায় গিয়ে প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। কিন্তু তারপরও তার মনে সুখ নেই। সেখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন কোনো কিছুই তাকে আকৃষ্ট করে না। সারাক্ষণ মনটা পড়ে থাকে আঁকা-বাঁকা মেঠো পথের ধারের কুঁড়েঘরে, যেখানে কেটেছে তার শৈশব, কৈশোরের সোনালি সময়।

৪. উদ্দীপকে রাজিব সাহেবের মানসিকতায় 'দুই বিঘা জমি' কবিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
ক. স্বদেশপ্রীতি
খ. প্রকৃতিপ্রীতি
গ. স্বাজাত্যপ্রীতি
ঘ. মর্ত্যপ্রীতি

৫. উক্ত অনুভূতি নিচের কোন চরণে ফুটে উঠেছে?
ক. চেয়ে দেখো মোর আছে বড়-জোর মরিবার মতো ঠাঁই।
খ. কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য।
গ. কল্যাণময়ী ছিলে তুমি অয়ি ক্ষুধাহরা সুধারাশি।
ঘ. তবু নিশিদিনে ভুলিতে পারিনে, সেই দুই বিঘা জমি।

সম্পর্কিত প্রশ্ন সমূহ