- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাবুরের মহত্ত্ব (কবিতা)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বাবুরের মহত্ত্ব (কবিতা)
বাবুরের মহত্ত্ব (বহুনির্বাচনি প্রশ্ন)
১. 'বাবুরের মহত্ত্ব' কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. কিশলয়
খ. পর্ণপুট
গ. ঋতুমঙ্গল
ঘ. বৈকালী
২. 'জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ।'-কে এই প্রতিজ্ঞা করেছিল?
ক. চৌহান
খ. সংগ্রাম সিং
গ. দৌলত খাঁ
ঘ. ইব্রাহিম লোদি
৩. 'বীরভোগ্যা এ বসুধা'-এ কথার অর্থ কী?
ক. বীরপুরুষেরাই এ পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন।
খ. বীরপুরুষগণই পৃথিবীতে কীর্তি স্থাপন করে থাকেন।
গ. বীরগণ পৃথিবীকে বেশি ভোগ করেন।
ঘ. এ পৃথিবীতে বীরের অধিকারই স্বীকৃত।
৪. বাবুরের মহন্ত কবিতায় ফুটে উঠেছে বাবুরের-
i. ক্ষমাশীলতা
ii. বীরত্ব
iii. মহানুভবতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. iii
ঘ. i, ii ও iii
নিচের চরণ দুটো পড় এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
'কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর,
সঁপিনু জীবন, করুন এখন দণ্ডবিধান মোর।'
৫. কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, কার প্রতিহিংসার ঘোর কেটেছে?
ক. চৌহানের
খ. সংগ্রাম সিং-এর
গ. দৌলত খাঁ-এর
ঘ. ইব্রাহিম লোদির
৬. 'করুন এখন দণ্ডবিধান মোর' কিসের দণ্ডবিধানের কথা এখানে বলা হয়েছে?
i. প্রতিহিংসার
ii. অন্ধ মোহের
iii. অপরাধের
নিচের কোনটি সঠিক?
ক. i
গ. iii
খ. i ও ii
ঘ. i, ii ও iii
সম্পর্কিত প্রশ্ন সমূহ

