• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • নারী (কবিতা)
নারী (কবিতা)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

নারী (কবিতা)

নারী (বহুনির্বাচনি প্রশ্ন)

১. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯১৯
খ. ১৯৭২
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৬

২. বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই?
ক. বোনের সেবা
খ. নারীর সিঁথির সিঁদুর
গ. ভগ্নির আত্মত্যাগ
ঘ. বধুদের আত্মত্যাগ

৩. 'পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই'-চরণটির সাথে সাদৃশ্যপূর্ণ প্রবাদবাক্য-
i. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়
ii. যেমন কর্ম তেমন ফল
iii. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

লোকশিল্পী কাঙালিনী সুফিয়া জীবিকার তাগিদে কোদাল-টুকরি নিয়ে পুরুষ শ্রমিকদের সাথে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন। দিন শেষে মজুরি নিতে গিয়ে দেখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে দু শ টাকা আর তাকে দেওয়া হলো একশ টাকা। এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে- এটাই নিয়ম।

৪. প্রদত্ত উদ্দীপকটির সাথে 'নারী' কবিতার ভাবগত ঐক্যের দিকটি হলো-
i. বৈষম্য
ii. শোষণ
iii. সাম্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i. ii ও iii

৫. উদ্দীপকের ভাব নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?
ক. অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর
খ. কত নারী দিল সিঁথির সিদুর লেখা নাই তার পাশে
গ. বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুপ আজি
ঘ. কোন কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি

সম্পর্কিত প্রশ্ন সমূহ