- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- একুশের গান (কবিতা)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
একুশের গান (কবিতা)
একুশের গান (বহুনির্বাচনি প্রশ্ন)
১. 'আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে' এখানে কোন শহিদের কথা বলা হয়েছে?
ক. একাত্তরের মুক্তিযুদ্ধের
খ. বায়ান্নর ভাষা-আন্দোলনের
গ. উনসত্তরের গণঅভ্যুত্থানের
ঘ. নব্বইয়ের গণআন্দোলনের
কবিতাংশটি পড় এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
'আমার বৃদ্ধ পিতার শরীরে
এখন পশুদের প্রহারের
চিহ্ন;'
২. কবিতাংশের ভাবের সাথে নিচের কোন লাইনটির মিল খুঁজে পাওয়া যায়?
ক. তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
খ. দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
গ. দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি
ঘ. দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি?
৩. উদ্দীপকে বর্ণিত পশুদের ন্যায় 'একুশের গান' কবিতায় পশু হচ্ছে-
i. ওরা এদেশের নয়- চরণের 'ওরা'
ii. দিন বদলের ক্লান্তি লগনে তবু তোরা পার পাবি? -চরণের 'তোরা'
iii. তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি চরণের 'তুমি'
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সম্পর্কিত প্রশ্ন সমূহ

