- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৭তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৬
- বিসিএস ২০১৬
- বাংলা
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
Buddhist Mystic Songs
চর্যাগীতিকা
চর্যাগীতিকোষ
হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
Buddhist Mystic Songs
ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯)সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ- 'Buddhist Mystic Songs' (১৯৬০)। তার কয়েকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ: দীওয়ানে হাফিজ, অমিয়শতক, রুবাইয়াত-ই-ওমর খ্যায়াম, বিদ্যাপতি শতক, মহররম শরীফ, Hundred Sayings of the Holy Prophet। তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ: ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষার ইতিবৃত্ত। তার সম্পাদনায় রচিত হয় বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
শৈবধর্ম
নাথধর্ম
বৌদ্ধ সহজযান
কোনোটি নয়
'চর্যাচর্যবিনিশ্চয়'-এর অর্থ কী?
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
কোনটি চরাচরের, আর কোনটি নয়
কোনটি আচার্যের, আর কোনটি নয়
'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
হরপ্রসাদ শাস্ত্রী
চন্দ্রকুমার দে
দীনেশচন্দ্র সেন
বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'- এর প্রবর্তক কে?
মমতাজউদদীন আহমদ
আব্দুল্লাহ আল মামুন
সেলিম আল দীন
রামেন্দু মজুমদার
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
অনূর্বর ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃম্বসা
রানি, বিকিরণ, দুরতিক্রম্য
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
শামসুর রাহমান
গাজীউল হক
মুনীর চৌধুরী
হাসান হাফিজুর রহমান
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
বঙ্গভাষা ও সাহিত্য
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
বাংলা সাহিত্যের কথা

