• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৭তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৬

  • বিসিএস ২০১৬
  • বাংলা
Back

'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

.

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

.

হরপ্রসাদ শাস্ত্রী

.

চন্দ্রকুমার দে

.

দীনেশচন্দ্র সেন

উত্তর : .

চন্দ্রকুমার দে

Verified

বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথা নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী, দেওয়ান ঈসা খাঁ, আয়না বিবি, শিলাদেবী, বগুলার বারমাসী, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 'পূর্ববঙ্গ গীতিকা' নামে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রীর অমরকীর্তি হলো বাংলাভাষার প্রথম গ্রন্থ 'চর্যাপদ' উদ্ধার। শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য গ্রন্থ ঠাকুর মা'র ঝুলি, ঠাকুর দাদার ঝুলি।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ

'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?

.

শৈবধর্ম

.

নাথধর্ম

.

বৌদ্ধ সহজযান

.

কোনোটি নয়

Show Answer

'চর্যাচর্যবিনিশ্চয়'-এর অর্থ কী?

.

কোনটি চর্যাগান, আর কোনটি নয়

.

কোনটি আচরণীয়, আর কোনটি নয়

.

কোনটি চরাচরের, আর কোনটি নয়

.

কোনটি আচার্যের, আর কোনটি নয়

Show Answer

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

A.

Buddhist Mystic Songs

.

চর্যাগীতিকা

.

চর্যাগীতিকোষ

.

হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা

Show Answer

শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

.

ভাবরস

.

মধুর রস

.

প্রেমরস

.

লীলারস

Show Answer

'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?

.

একাগ্রতায়

.

সমান ব্যবহারে

.

সম ভাবনায়

.

একযোগে

Show Answer

বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'- এর প্রবর্তক কে?

.

মমতাজউদদীন আহমদ

.

আব্দুল্লাহ আল মামুন

.

সেলিম আল দীন

.

রামেন্দু মজুমদার

Show Answer

নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

.

নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব

.

অনূর্বর ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি

.

ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃম্বসা

.

রানি, বিকিরণ, দুরতিক্রম্য

Show Answer

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

.

শামসুর রাহমান

.

গাজীউল হক

.

মুনীর চৌধুরী

.

হাসান হাফিজুর রহমান

Show Answer

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?

.

বঙ্গভাষা ও সাহিত্য

.

বাঙ্গালা সাহিত্যের ইতিহাস

.

বাংলা সাহিত্যের ইতিবৃত্ত

.

বাংলা সাহিত্যের কথা

Show Answer

কোনটি মৌলিক শব্দ?

.

মানব

.

গোলাপ

.

ধাতব

.

একাঙ্ক

Show Answer