- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৯তম বিসিএস (বিশেষ- স্বাস্থ্য ক্যাডার) এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান [০৩.০৮.২০১৮]
- বিসিএস ২০১৮
- বাংলাদেশ
প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
মন্ত্রী
সচিব
প্রধানমন্ত্রী
যে রাষ্ট্র ব্যবস্থায় নির্দিষ্ট সময় অন্তর জনগণ কর্তৃক নির্বাচিত আইন পরিষদই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয় এবং সরকার পার্লামেন্টের কাছে দায়ী থাকে তাকে প্রজাতন্ত্র বলে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয়ে থাকে। প্রজাতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা দু'ভাগে বিভক্ত- একভাগে মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের হাতে নির্বাহী ক্ষমতা থাকে। অপরদিকে প্রেসিডেন্ট শাসিত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-
সতীন সরকার
সৈয়দ আলী আহসান
সৈয়দ শামসুল হক
শামসুর রহমান
শিশুমৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড অর্জন করেছেন?
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
Planet 50-50
এমডিজি এ্যাওয়ার্ড-২০১০
জাতিসংঘ শান্তি পুরস্কার
প্রতাপ আদিত্য কে ছিলেন?
বাংলার বারো ভূইঞাদের একজন
রাজপুত রাজা
বাংলার শাসক
মোগল সেনাপতি
বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
৭.৮০ শতাংশ
৭.২৮ শতাংশ
৮.০০ শতাংশ
৭.৬৫ শতাংশ
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২১
অনুচ্ছেদ ২২
বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
১৪.১৯ শতাংশ
১২ শতাংশ
১৬ শতাংশ
১৮ শতাংশ
জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?
হিলারি ক্লীন্টন
থেরেসা মে
এঞ্জেলা মার্কেল
শেখ হাসিনা