- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মহুয়া [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মহুয়া [গদ্য]
মহুয়া (শব্দার্থ ও টীকা)
গারো পাহাড়- ভারতের মেঘালয় রাজ্যের গারো খাসিয়া পর্বতমালার অংশবিশেষ। এর কিছু অংশ ভারতের আসাম রাজ্য এবং কিছু অংশ বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত।
হিমানী পর্বত - (হিমানী = বরফপুঞ্জ) বরফের পাহাড়। ভারতের উত্তর সীমানায় অবস্থিত সর্বদা তুষারাচ্ছন্ন পর্বতশ্রেণি।
শুল- ঘোল।
কছরত- কৌশল। দক্ষতা। নিপুণতা।
আগল ডাগল- আগর-ডাগর।
পাশুরা- পাশরা। বিস্মৃত হওয়া।
দইয়ল- দোয়েল।
রাও চণ্ডালের হাড়- রাজ-চণ্ডালের হাড়। চণ্ডালদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তির হাড়। বেদেরা তাদের বাজি করবার সময় এই হাড় ব্যবহার করে থাকে।
হেজা - শজারু। শজারু > সেজা> হেজা।
বাইর বাড়ি - বাড়ির বাইরের অংশ। বহির্বাটি।
বাইদ্যার খেলা - বেদে দলের নানারূপ খেলা বা শারীরিক কসরত।
সুদর - সহোদর।
সুতের হেওলা - স্রোতের শেওলা। এখানে আপনজনহীন। নিঃসঙ্গ।
পালঙ্কসই - মহুয়ার সখী। যার নাম পালঙ্ক বা পালাং।
বিশ - বিষ। গরল।
গৃহী জীবন - সংসারী বা গার্হস্থ্য জীবন।
বাইদ্যা - বেদে। যাযাবর। সাপুড়ে জাতিবিশেষ।
দেল - দিল। হৃদয়।
জাতি দিয়া- জাতি নষ্ট করে। নদের চাঁদ ব্রাহ্মণ হয়ে মহুয়ার রাঁধা ভাত খাওয়ায় সে জাতিভ্রষ্ট হয়েছে।
ভোজন - ভোজন। ভক্ষণ।
সাওরে- সাগরে।
বিষলক্ষা- বিষমিশ্রিত।
তাজি ঘোড়া - উৎকৃষ্ট স্বাস্থ্যবান অশ্ব। আরবি ঘোড়া।
উজান পাকে - উজানে অবস্থিত জলঘূর্ণি।
উজান - স্রোতের উৎস দিক।
তক্ষকের বিষ - গিরগিটি জাতীয় একপ্রকার বিষধর সরীসৃপের বিষ।
রসের নাগইরা - রসপূর্ণ নাগরিয়া। রসিক নাগর।
পরভাতে- প্রভাতে। ভোরবেলা।
সুজন - বেদে-দলের যুবক সদস্য সুজন। হুমরা বাইদ্যার আশা-সুজনই হবে দলের ভবিষ্যৎ সর্দার। দলের স্বার্থেই সে মহুয়াকে সুজনের সাথে বিয়ে দিতে চায়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

