- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মহুয়া [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মহুয়া [গদ্য]
মহুয়া (বহুনির্বাচনি প্রশ্ন)
১. 'মহুয়া' কাহিনিতে বর্ণিত ধনু নদীর পাড়ে কোন গ্রাম?
ক. উলুয়াকান্দা
খ. বামনকান্দা
গ. কাঞ্চনপুর
ঘ. বালিয়াকান্দা
২. অন্ধকার রাতে বেদের দলের উত্তর দেশে পালিয়ে যাওয়ার কারণ কী?
ক. আগের জায়গা ভালো না লাগা
খ. নির্দিষ্ট স্থানে বসবাস ভালো না লাগা
গ. নতুন জায়গা আবিষ্কার
ঘ. ভ্রমণবিলাসী মনোভাব
অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
রুস্তম জানেন বাবা-মা কিছুতেই আলেয়াকে মেনে নেবেন না। আলেয়ার বংশগৌরব রুস্তমের সমকক্ষ নয়। আলেয়াকে ছাড়া রুস্তম কিছু ভাবতে পারেন না। তাই তিনি এক রাতে আলেয়াকে নিয়ে অজানার পথে পাড়ি জমান।
৩. অনুচ্ছেদে "মহুয়া" কাহিনির যে দিকগুলোর প্রতিফলন ঘটেছে তা হলো-
i. ভাবালুতা
ii. ভালোবাসা
iii. নির্ভীকতা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. নিচের কোন বাক্যে ৩ নং প্রশ্নের উল্লিখিত দিকের প্রকাশ ঘটেছে?
ক. ঘুমন্ত মায়ের পায়ে প্রণাম করে বেরিয়ে পড়ে নদের চাঁদ
খ. তোমাকেই যদি না পাই তবে আর কেন বেঁচে থাকা
গ. মহুয়া প্রতিজ্ঞা করে বন্ধুকে নিয়ে দেশান্তরী হওয়ার
ঘ. মহুয়া নদের চাঁদকে না মেরে নিজের বুকে বিদ্ধ করে ছুরি
সম্পর্কিত প্রশ্ন সমূহ

