• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • কারবালা-প্রান্তর [গদ্য]
কারবালা-প্রান্তর [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কারবালা-প্রান্তর [গদ্য]

কারবালা-প্রান্তর (বহুনির্বাচনি প্রশ্ন)

১। এজিদ পক্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কে?
ক. সীমার
গ. ওমর
খ. আব্দুলাহ জেয়াদ
ঘ. আবদুর রহমান

২। অঞ্জলিপূর্ণ জল তুলেও ইমাম হোসেন পান করলেন না কেন?
ক. ফোরাতকূলের জল নোংরা ছিল
খ. শত্রুপক্ষ বাধা দিয়েছিল
গ. স্বজনরা জলবিনা মারা গিয়েছিল
ঘ. ফোরাতকুলে পৌঁছে তৃষ্ণা ছিল না

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।

১৯৭১ সালের জুলাই মাস। মুক্তির আকাঙ্ক্ষায় সারা দেশ উত্তাল। মা'র সাথে দেখা করতে এসে মুক্তিযোদ্ধা শফিক দেখলো পুরো গ্রাম জনশূন্য, গ্রামের স্কুলঘরকে পাকবাহিনী তাদের ক্যাম্প বানিয়েছে। দেরি না করে একাই আক্রমণ করে মিলিটারি ক্যাম্প। দু'একজন পালিয়ে বাঁচলেও অধিকাংশই শফিকের গুলিতে প্রাণ হারায়।

৩। উদ্দীপকের শফিকের কাজ 'কারবালা-প্রান্তর' রচনার কোন চরিত্রের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. এজিদ
খ. আবদুর রহমান
গ. সীমার
ঘ. ইমাম হোসেন

৪. উক্ত সাদৃশ্যের কারণ-
i. বীরত্ব
ii. দেশপ্রেম
iii. স্বাজাত্যবোধ
নিচের কোনটি ঠিক?
ক. i. ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

সম্পর্কিত প্রশ্ন সমূহ