• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অর্ধাঙ্গী [গদ্য]
অর্ধাঙ্গী [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অর্ধাঙ্গী [গদ্য]

অর্ধাঙ্গী (শব্দার্থ ও টীকা)

অবলা জাতি
বলহীনা। এখানে নারীসমাজ অর্থে ব্যবহৃত।
অবরোধ প্রথা
অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম।
পার্সি
পারস্য দেশের অর্থাৎ ইরানি।
ছত্র
ছাতা
বিলাতি সভ্যতা
পাশ্চাত্য সভ্যতা।
নাকের দড়ি
নাকাল ও বাধ্য করার অস্ত্র।
কলম্বস
ক্রিস্টোফার কলম্বস (১৪৪৭-১৫০৬) প্রসিদ্ধ ইতালীয় নাবিক এবং আমেরিকা মহাদেশের আবিষ্কর্তা। স্পেনের রাজদম্পতি ফার্ডিনান্ড ও ইজাবেলার পৃষ্ঠপোষকতায়
১৪৯২ খ্রিষ্টাব্দে প্রথম সমুদ্রযাত্রা করেন। প্রথমে তিনি কিউবা, বাহামা প্রভৃতি দ্বীপ এবং ক্রমে জ্যামাইকা, দক্ষিণ আমেরিকা, ত্রিনিদাদ প্রভৃতি আবিষ্কার করেন।
বাতুল
পাগল, উন্মাদ।
স্বত্ব-স্বামিত্ব
অধিকার ও মালিকানা।
বাতুলতা
পাগলামি।
সীতা
রামায়ণে বর্ণিত মিথিলারাজ জনকের কন্যা ও রামচন্দ্রের পত্নী।
রামচন্দ্র
রামায়ণে বর্ণিত দশরথ ও কৌশল্যার পুত্র এবং সীতার স্বামী।
ধূলি-ধূসরিত
ধুলো লেগে মলিন।
অর্ধাঙ্গী
স্বামী-স্ত্রীকে পুরো পরিবারের একক হিসেবে কল্পনা করে স্ত্রীকে অর্ধাঙ্গী গণ্য করা হয়।
শুক্লকেশ
শুভ্র বা সাদা চুল বিশিষ্ট, পক্ককেশ।
শকট
গাড়ি, যান।
শাস্ত্রকার
শাস্ত্র-রচয়িতা, প্রাচীন ধর্মগ্রন্থ-প্রণেতা।
রাসভকর্ণ
গাধার কান।
'বোধোদয়'
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'শিশুশিক্ষা' তৃতীয় ভাগ বইয়ের নাম। 'বোধোদয়' প্রথম প্রকাশিত হয় ১৮৫১ খ্রিষ্টাব্দে।
ওয়াড়
লেপ-বালিশ ইত্যাদির আবরণ।
তুলাদণ্ড
দাঁড়িপাল্লা।
চর্ব্যচোষ্য
চিবিয়ে ও চুষে খেতে হয় এমন।
এফ. এ.
First Arts। বর্তমান উচ্চ মাধ্যমিক পর্যায়।
পাহল-ওয়ান
পালোয়ান, কুস্তিগির।
পয়জার
জুতো, পাদুকা।
মাৎ মারো
মেরো না।
চোট লাগতা হ্যায়
ব্যথা লাগছে।
হাম নালিশ করে গা!
কায় মারতা থা?
কেন মারছিলে? আমি নালিশ করব।
তন্ময়
তাতে একান্তভাবে নিমগ্ন; তাছাড়া অন্য কোনো চিন্তা বা অনুভূতি নেই এমন।
অপার্থিব
অবস্তুগত।
হিতৈষিতা
হিতকামনা, কল্যাণসাধনের ইচ্ছা।
এনট্রান্স
প্রবেশিকা, বর্তমান মাধ্যমিক বা এসএসসি।
শমস-উল-ওলামা
জ্ঞানী ব্যক্তিদের উপাধি। এই উপাধির অর্থ ওলামা বা জ্ঞানীদের মধ্যে সূর্য।
জ্ঞানীদের মধ্যে নক্ষত্র।
নজম্-উল-ওলামা
কল্যাণ-ইচ্ছা।
হিতৈষণা
হাফেজ
সম্পূর্ণ কুরআন শরিফ যাঁর মুখছ।
কারিমা ববখশা এ
করিম বা আল্লাহ আমাদের এ অবস্থা দিয়েছেন।
বরহালে মা
সম্মা চুমকি
সোনা বা রূপার চকচকে বুটি দানা।
তরঙ্গিনী
নদী।

কাদম্বিনী
মেঘমালা।
ছুতার, কাঠের মিস্ত্রি।
সূত্রধর
তত্ত্ব বয়ন করে যে, তাঁতি, যে কাপড় বোনে।
তন্তুবায়
শালের এক রকম পাগড়ি, উকিলের পরিধেয় পাগড়ি।
শামলা
লম্বা ঢিলা বুক-খোলা এক ধরনের জামা যা চাপকানের উপরে পরা হয়।
চোগা

সম্পর্কিত প্রশ্ন সমূহ