• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অর্ধাঙ্গী [গদ্য]
অর্ধাঙ্গী [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অর্ধাঙ্গী [গদ্য]

অর্ধাঙ্গী (বহুনির্বাচনী প্রশ্ন)

১. সাগরের পানি বাষ্প হয়ে মেঘে পরিণত হয়। আবার সেই মেঘ বৃষ্টিকণা হয়ে সাগরে পতিত হয়।
উপরের বাক্য দুটি দ্বারা বোঝানো হয়েছে-
ক. একে অপরের অনুসারী
খ. প্রত্যেকে আমরা পরের তরে
গ. একের কর্তব্য অন্যের অধিকার
ঘ. প্রত্যেকেই প্রত্যেকের নিকট ঋণী

২. নারীদের শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। কারণ এটা তাদের-
i অকর্মণ্য করে তোলে
ii মানসিক দাসত্ব প্রকাশ করে
iii স্বামীদের আরামপ্রিয়তা বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii

৩. 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত 'নাকের দড়ি' শব্দের অর্থ কী?
ক. অধিকার ও মালিকানার বস্তু
খ. মেয়েদের আটক রাখার কৌশল
গ. তন্ত্র বয়ন করে তৈরিকৃত রশি
ঘ. নতজানু ও বাধ্য করার অস্ত্র

নিচের কবিতাংশ পড়ে ৪ ও ৫ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার কারিয়াছে নারী, অর্ধেক তার নর।

৪. উপরের কবিতাংশের মর্মানুসারে নারীর সার্থক পরিচয় কোনটি?
ক. প্রণয়িনী
খ. সহচরী
গ. অর্ধাঙ্গী
ঘ. সমভাগিনী

৫. সামাজিক কল্যাণ সাধনে বেগম রোকেয়ার কোন আহ্বানটির সঙ্গে উপরের কবিতাংশের মিল আছে?
ক. নারীর মানসিক দাসত্ব মোচন
খ. নারীর যথাযথ সম্মান প্রতিষ্ঠা
গ. নারীকে পুরুষের সমকক্ষ করা
ঘ. নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টা

সম্পর্কিত প্রশ্ন সমূহ