• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • তাজমহল [গদ্য]
তাজমহল [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

তাজমহল [গদ্য]

তাজমহল (শব্দার্থ ও টীকা)

অলিন্দ - দারা সেকো
চাতাল। বারান্দা।
দিল্লির সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র। আওরঙ্গজেব তাঁকে যুদ্ধে পরাজিত করে বন্দি ও হত্যা করেন। তিনি উদার হৃদয় ও বিনয়ী ছিলেন। পারস্য ভাষায় উপনিষদ অনুবাদ করায় পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি।
তমিস্রা
অন্ধকার। অন্ধকার রাত।
মিনারেট
মিনারসদৃশ উঁচু স্তম্ভ (Minaret)।
গম্বুজ
গোলাকার ছুঁচালো ছাদ।
গড়গড়া
ছোট এক রকমের আলবোলা। মাটিতে রাখা হয় এমন লম্বা নলযুক্ত হুঁকো।
টাঙা
দুই চাকাওয়ালা এক ধরনের ঘোড়ার গাড়ি।
মেওয়াওয়ালা
ফলবিক্রেতা।
আলখাল্লা
পা পর্যন্ত লম্বা এক রকম ঢিলা জামা।
চোন্ত
নিপুণ। ত্রুটিহীন।
ক্যাংক্রাম অরিস
গলিত মুখক্ষত (Cancrum oris)।
ড্রেসার
ক্ষতস্থান শুশ্রুষাকারী (Dresser)।
গরিব-গরবয়
গরিব-গুর্বা। দীন-দরিদ্র।

সম্পর্কিত প্রশ্ন সমূহ