• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • তাজমহল [গদ্য]
তাজমহল [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

তাজমহল [গদ্য]

তাজমহল (বহুনির্বাচনি প্রশ্ন)

১. তাজমহল কোথায় অবস্থিত?
ক. দিল্লি
খ. আগ্রা
গ. মাদ্রাজ
ঘ. মুম্বাই

২. তাজমহল সম্বন্ধে লেখকের মোহ নেই কেন?
ক. সৌন্দর্যের প্রতি নির্মোহ
খ. মোঘলদের প্রতি বিরূপতা
গ. একাধিকবার দর্শন
ঘ. তাজমহরের গুরুত্ব সম্পর্কে অজ্ঞতা

নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান।

৩. কবিতাংশে 'তাজমহল' গল্পের যে বিশেষ দিকটি প্রতিভাত হয়েছে তা হলো-
i. প্রিয়জনের প্রতি গভীর ভালোবাসা
ii. পরহিতব্রতে আত্মলীনতা
iii. আর্ত-পীড়িতের সুস্থতা কামনা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii

৪. বিবৃতির বৈশিষ্ট্য 'তাজমহল' গল্পে কার মধ্যে বিদ্যমান?
ক. লেখকের
খ. বৃদ্ধের
গ. ড্রেসরের
ঘ. মেথরের

সম্পর্কিত প্রশ্ন সমূহ