- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- কলিমদ্দি দফাদার [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
কলিমদ্দি দফাদার [গদ্য]
কলিমদ্দি দফাদার (বহুনির্বাচনি প্রশ্ন)
১. আগুইনা চিতা কী?
ক. ঔষধ
খ. উদ্ভিদ
গ. প্রাণী
ঘ. ফল
২. খান সেনারা কলিমদ্দি দফাদারকে তাদের অভিযানের সঙ্গী করে নেওয়ার কারণ তার-
i. সাহসিকতা
ii. বিশ্বস্ততা
iii. ধর্মানুভূতি
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে নূরুল আমিনের নির্দেশে ছাত্র-জনতার ওপর পুলিশ গুলি চালায়। নূরুল আমিন ছিলেন সাবেক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও তিনি এ দেশ ও জাতির বিপক্ষে ছিলেন।
৩. নিচের কোন চরিত্রটিতে নূরুল আমিন চরিত্রের বিপরীত মানসিকতা খুঁজে পাওয়া যায়?
ক. সাইজদ্দি খলিফা
গ. হরিমতি
খ. কলিমদ্দি দফাদার
ঘ. কমান্ডার
৪. ৩ নং প্রশ্নে বিপরীত মানসিকতা বলতে বোঝানো হয়েছে-
ক. অন্ধবিশ্বাস
খ. আনুগত্য
গ. দেশপ্রেম
ঘ. দায়িত্বহীনতা
সম্পর্কিত প্রশ্ন সমূহ

