- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- গহন কোন বনের ধারে [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
গহন কোন বনের ধারে [গদ্য]
গহন কোন বনের ধারে (বহুনির্বাচনি প্রশ্ন)
১। গল্পে উল্লিখিত রূপকথার পাখিটির নাম কি?
ক. হীরামন
খ. বসন্তবৌরি
গ. বেনেবৌ
ঘ. ময়না
২। 'শোভা বুড়ো কি শেষে সাধুসন্ত বনে গেলো'- একথা বলার কারণ কী?
ক. পাখির সঙ্গে মিতালী
খ. প্রকৃতিতে হারিয়ে যাওয়া
গ. লেখককে ছেড়ে যাওয়া
ঘ. সন্ন্যাসী হয়ে যাওয়া
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অমিতের সাজেক দেখার শখ অনেকদিনের। তাই গত শীতে গিয়েছিলেন রাঙামাটিতে অবস্থিত পর্যটন কেন্দ্র সাজেকে। স্থানটি সমতল ভূমি থেকে ১৮০০ ফিট উচ্চতায়। সেখানে যাওয়ার পথে আঁকা-বাঁকা পাহাড়ি রাস্তা আর দুই ধারে ঘন বন-জঙ্গল দেখে তিনি অভিভূত। পাহাড় বেয়ে নেমে আসা পানি, কংলাক পাহাড়, হেলিপ্যাড, উপজাতিদের গ্রাম, পাহাড়ি খুপড়িতে রাত্রিযাপন, পাহাড়ি নানা খাবার তাকে ভীষণভাবে রোমাঞ্চিত করে। ভোরবেলার কুয়াশা-ঘেরা আকাশে মেঘমালা, পাখির ডাক যেন হাত পাতলেই ধরা দেয়।
৩। 'গহীন কোন বনের ধারে' রচনার কোন বৈশিষ্ট্যটি অমিতের মধ্যে প্রকাশিত হয়েছে?
ক. সৌন্দর্যপ্রিয়তা
খ. প্রকৃতিপ্রিয়তা
গ. ভ্রমণ বিলাসিতা
ঘ. বিচিত্রতা
৪। প্রকাশিত বৈশিষ্ট্যটি যে বাক্যে পাওয়া যায়-
i. বনে বনে 'অকারণ পুলকে' আমরা ঘুরে বেড়াতাম
ii. বনের মোহন মায়া আমাকে কাছে টানতো
iii. ছেলেবেলায় গহন বনের ধারে, টিলাবাড়িতে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সম্পর্কিত প্রশ্ন সমূহ

