- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
পৌরনীতি ও নাগরিকতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
পৌরনীতি ও নাগরিকতা
বৈবাহিত সূত্রের ভিত্তিতে পরিবারের গঠন কীরূপ?
বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের পরিবার লক্ষ করা যায়। যথা- ১. একপত্নীক, ২. বহুপত্নীক ও ৩. বহুপতি পরিবার। একপরীক পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে। আর বহুপত্নীক। পারবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। আমাদের সমাজের আসফাংশ পরিবার একপত্নীক হলেও বহুপত্নীক পরিবার কদাচিৎ দেখা যায়। বহুপতি পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে। বাংলাদেশে এ ধরনের পরিবার দেখা যায় না।
সম্পর্কিত প্রশ্ন সমূহ