• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • রূপাই (কবিতা)
রূপাই (কবিতা)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রূপাই (কবিতা)

রূপাই (বহুনির্বাচনি প্রশ্ন)

১. 'রুপাই' কবিতাটি পল্লিকবি জসীমউদ্‌দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. রাখালী
খ. নক্সী কাঁথার মাঠ
গ. সোজন বাদিয়ার ঘাট
ঘ. বালুচর

২. কবি চাষির ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন?
ক. কাঁচা খানের পাতা
খ. জালি লাউয়ের ভগা
গ. শাওন মাসের তমাল তবু
ঘ. কচি ধানের চারা

৩. 'কালো দতের কালি দিয়ে কেতাব কোরান লিখি'-চরণটির 'কালো দত' বলতে যা বোঝানো হয়েছে। তা হলো:
i. লেখার কালি রাখার পাত্রবিশেষ
ii. কালো দন্তবিশেষ
iii. দোয়াত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

ভোরের প্রকৃতিতে শিশিরে ভেজা কচি ঘাসের হালকা সবুজ রং আমাদের আকর্ষণ করে। মনে হয়, সবুজ ঘাস এক মায়াময় ছায়া বিস্তার করে আছে। এ ছায়া আমাদের মনে কোমল অনুভূতির সৃষ্টি করে।

৪. উদ্দীপকের সাথে 'রূপাই' কবিতার যে-চরণটির মিল পাওয়া যায় তা হলো:
ক. কাঁচা ধানের পাতার মতো কচিমুখের মায়া
খ. তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া
গ. জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু
ঘ. কচি ধানের তুলতে চারা হয়ত কোনো চাষি

৫. উদ্দীপক ও 'কপাই' কবিতায় কবির কোন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়?
ক. প্রকৃতিপ্রীতি
খ. মর্ত্যপ্রীতি
গ. কৃষকপ্রীতি
ঘ. মানবপ্রীতি

সম্পর্কিত প্রশ্ন সমূহ