- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বনায়ন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বনায়ন
পলিব্যাগে চারা তৈরি করা
হাতে কলমে পলিব্যাগে বীজ বপন ও চারা তৈরির জন্য শ্রেণি সংগঠন ও নির্দেশাবলি
১. সুবিধামতো দলে ভাগ হয়ে প্রত্যেক দলের দলনেতা নির্বাচন কর।
২. প্রত্যেক দলের দলনেতা পলিব্যাগে চারা তৈরিসংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ বুঝে নাও।
৩. প্রত্যেক দল কাজের ধাপ অনুসরণ করে পলিব্যাগ তৈরি কর।
৪. এবার পলিব্যাগে বীজ বপন করে পর্যবেক্ষণ কর।
৫. পলিব্যাগে চারা তৈরিসংক্রান্ত দলীয় প্রতিবেদন জমা দেওয়ার তারিখ শিক্ষকের কাছে জেনে নাও।
৬. পাঠের এ অংশ মাঠে সম্পন্ন কর।
বিষয়: পলিব্যাগে বীজ বপন ও চারা তৈরি।
উপকরণ: বীজ, দোআঁশ মাটি, গোবর, কম্পোস্ট, ১৫ সে.মি. × ১০ সে.মি. আকারের পলিব্যাগ, পানি দেওয়ার ঝাঁঝর।
কাজের ধাপ:
১. মাটি ভেঙে গুঁড়া করে নাও।
২. ৪ ভাগের ৩ ভাগ মাটি ও ১ ভাগ গোবর বা কম্পোস্ট সার ভালো করে মেশাও।
৩. পলিব্যাগের তলাসহ দুই সারিতে ৮টি ছিদ্র কর।
৪. পলিব্যাগে ভালো করে মাটি ভর্তি কর।
৫. ছায়াযুক্ত সমতল জায়গায় সারিবদ্ধভাবে পলিব্যাগগুলো সাজাও।
৬. মাটিভর্তি পলিব্যাগের উপরে আঙুল দিয়ে দুইটি গর্ত করো। প্রতিটি গর্তে একটি করে বীজ দাও।
৭. গুঁড়ামাটি দিয়ে বীজ ভালো করে ঢেকে দাও। ঝাঁঝর দিয়ে হালকাভাবে পানি ছিটিয়ে দাও।
৮. বীজ বপনের তারিখ খাতায় লিখে রাখ।
৯. প্রতিদিন সকাল-বিকাল ঝাঁঝর দিয়ে পরিমিত পরিমাণ পানি দাও।
১০. অঙ্কুরোদগম শুরুর তারিখ খাতায় লিখে রাখ।
১১. চারার উচ্চতা ১৫ সে.মি. হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ কর।
১২. পরীক্ষার সব তথ্য খাতায় লিখে রাখ। প্রতিবেদন তৈরি করে দলীয়ভাবে শিক্ষকের নিকট জমা দাও।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

