• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বনায়ন
বনায়ন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বনায়ন

সড়ক/বাঁধের ধার অথবা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ

স্থান নির্বাচন

সড়ক ও বাঁধের ধার অথবা বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের সুবিধাজনক স্থান।

প্রয়োজনীয় উপকরণ

১। কোদাল, খুন্তি, শাবল, ছুরি, গোবর, রাসায়নিক সার ইত্যাদি।

২। ব্যবহারিক খাতা, পেনসিল, কলম, রাবার, সার্পনার, স্কেল ইত্যাদি।

কাজের ধারা

১। বিদ্যালয় প্রাঙ্গণ হলে যেখানে গাছ রোপণ করবে তার আশপাশে যদি বড়ো গাছ থাকে তবে ডালপালা ছেঁটে নাও। সড়ক বা বাঁধের ধারে হলে এর প্রয়োজন নেই।

২। যে গাছ রোপণ করবে তার সতেজ চারা সংগ্রহ কর।

৩। সঠিক নিয়মে প্রয়োজনীয় মাপের গর্ত কর।

৪। গর্তের মাটিতে গোবর ও রাসায়নিক সার মিশিয়ে ভালোভাবে মাটি গুঁড়ো করে ১৫ দিন রোদে শুকিয়ে নেবে।

৫। মাটি আবার গর্তে ভরাট করে রাখ।

৬। চারার শিকড়ের সমপরিমাণ গর্ত কর।

৭। ছুরি দিয়ে চারাসহ পলিব্যাগের পলিথিন কেটে সরিয়ে ফেলো।

৮। মাটিসহ চারা গর্তে দিয়ে চারপাশের মাটি ভালো করে চেপে দাও।

৯। এবার পানি দাও।

১০। পরে প্রক্রিয়াটি ব্যবহারিক খাতায় লিখ। তোমার শক্ষককে দেখাও এবং খাতায় শিক্ষকের স্বাক্ষর নাও।

সড়ক ও বাঁধের ধারে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা

১। মাটিক্ষয় রোধ করে সড়ক ও বাঁধ রক্ষা করা।

২। পশুখাদ্য তৈরি করা।

৩। সড়ক ও বাঁধসংলগ্ন এলাকা সবুজায়ন করা।

৪। জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি করা।

৫। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

৬। পরিবেশে পশুপাখি ও কীটপতঙ্গের আবাস সৃষ্টি করা।

৭। এলাকার পরিবেশ ঠান্ডা রাখা ও বৃষ্টিপাতের উপযোগী পরিবেশ সৃষ্টি করা।

৮। পরিবেশ সংরক্ষণ করা।

সম্পর্কিত প্রশ্ন সমূহ