- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
আল-কিন্দিকে আরব জাতির দার্শনিক বলা হয় কেন ? ব্যাখ্যা করো ।
দর্শনকে ইসলামি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে মুসলিম চিন্তাধারার বিকাশে বিশেষ অবদান রাখায় আল-কিন্দিকে আরব জাতির দার্শনিক বলা হয়। আরবের কিন্দা গোত্রে জন্মগ্রহণ করা আল-কিন্দি ছিলেন তার যুগের শ্রেষ্ঠ দার্শনিক। তিনি কুরআন, হাদিস ও ফিকহ শাস্ত্রের পণ্ডিত ছিলেন। দর্শন ও বিজ্ঞানচর্চায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ছিলেন ইসলামের দার্শনিক গোষ্ঠী তথা 'ফালাসিফা'র প্রতিষ্ঠাতা। মুসলিমদের মধ্যে তিনিই প্রথম গ্রিক দর্শন চর্চায় আত্মনিয়োগ করেন। 'এরিস্টটলের ধর্মতত্ত্ব'সহ বহু দার্শনিকের গ্রন্থ গ্রিক ভাষা থেকে আরবিতে অনুবাদ করেন। তিনি ইসলামি শিক্ষা ও দর্শনের সাথে গ্রিক দর্শনের সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। তার কারণেই দর্শন ইসলামি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

