• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জীবন ও বৃক্ষ [গদ্য]
জীবন ও বৃক্ষ [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জীবন ও বৃক্ষ [গদ্য]

জীবন ও বৃক্ষ (বহুনির্বাচনি প্রশ্ন)

১. মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?
ক. নদীকে
খ. বৃক্ষকে
গ. ধর্মকে
ঘ. আত্মাকে

২. 'প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম'-উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. পরোপকারিতা
খ. সহনশীলতা
গ. উদারতা
ঘ. সংবেদনশীলতা

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

তমাল মেধাবী। দেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে ফিরে যান নিজ গ্রামে। প্রতিষ্ঠা করেন দাতব্য চিকিৎসালয়। শহরে প্র্যাকটিস করে অনেক টাকা রোজগারের পরিবর্তে নিজ গ্রামের সাধারণ মানুষের সেবাকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করলেন।

৩. উদ্দীপকের তমালের সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কার সাদৃশ্য আছে?
ক. বৃক্ষের
খ. জীবনের
গ. লেখকের
ঘ. নদীর

৪. উদ্দীপকের ভাবার্থ নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
ক. বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।
খ. বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত।
গ. যা তার প্রাপ্তি তাই তার দান।
ঘ. নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ