- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সৌদামিনী মালো [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সৌদামিনী মালো [গদ্য]
সৌদামিনী মালো (শব্দার্থ ও টীকা)
গেরো- বন্ধন। বাঁধন।
টন্নি - এটর্নি। আমমোক্তার।
মোগলের সাথে খানা খেতে হয়
বাধ্য হয়ে নতি স্বীকার করতে হয়। পরিস্থিতির চাপে ইচ্ছার বিরুদ্ধে সম্মতি দিতে হয়। 'পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে' প্রবাদটির অনুসরণে রচিত বাক্যবন্ধ।
অকুস্থল
ঘটনাস্থল।
উৎকর্ণ
কান খাড়া করে আছে এমন।
বিডিং
নিলামে দাম হাঁকা।
হায়েস্ট বিডার
সবচেয়ে বেশি দাম হাঁকিয়ে।
জনান্তিকে
সংগোপনে। জনগণের আড়ালে।
গুজগুজুনি
নাদারাৎ
সার্মান
গুঞ্জন।
বিহীন। শূন্য। অভাব। নাই।
sheer
গির্জার বেদি থেকে প্রদত্ত ধর্মীয় বা নৈতিক অভিভাষণ।
hypocrisy
পুরোদস্তুর। নির্ভেজাল।
লঙ্গরখানা
বয়ান
কথায় এক কাজে আরেক। ভণ্ডামি। মোনাফেকি।
বিনামূল্যে খাদ্য বিতরণের স্থান। অন্নসত্র।
ব্যাপটিস্ট মিশন
বিবরণ। বর্ণনা।
সার্কেল অফিসার
খ্রিষ্ট ধর্ম সম্প্রদায়ের প্রচার ও দীক্ষা কেন্দ্র (baptist mission)।
খাঁই
কার্যক্রম পরিমণ্ডলের কর্মকর্তা (circle officer)।
রবদব
কামনা-বাসনা। উচ্চাভিলাষ। চাহিদা।
অবরে-সবরে
জাঁকজমক।
ফতে
সময়ে-অসময়ে।
স্ট্র্যাটেজি
জয়।
ব্লাকমার্কেট
লক্ষ্য ও সাফল্য অর্জনের কৌশল বা নীতি (strategy)।
কালোবাজারি। অবৈধ ব্যবসায় (blackmarket)
আদাওতি
শত্রুতা। বিদ্বেষ।
ডোনার
দাতা (donor)।
মালুম
অনুভূত। বোধগম্য। আগত।
কামিন
নারী শ্রমিক।
তাপহর
উত্তাপ দূর করে এমন।
মাহিষ্য
কৈবর্ত জাতি।
ধর্মপুত্র যুধিষ্ঠির
ব্যঙ্গ অর্থে সত্যবাদিতার ভানকারী, অতিশয় মিথ্যাবাদী বা রটনাকারী।
বারোয়ারি রাহা খরচে
মজকুর
সবার কাছ থেকে চাঁদা তুলে সংগৃহীত পথ খরচে।
রোয়াব
পূর্ববর্ণিত।
কায়েত
সম্ভ্রম।
জান্তা
কায়স্থ।
মুখজবানি
জোর করে ক্ষমতা দখলকারী সামরিক চক্র। এখানে আক্রমণকারী।
কোটাল
মুখের ভাষায়।
অমাবস্যা বা পূর্ণিমায় সমুদ্র বা নদীতে জলস্ফীতি। ভরা জোয়ার। এখানে সবচেয়ে মারাত্মক অবস্থা বোঝাতে ব্যবহৃত।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

