• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সৌদামিনী মালো [গদ্য]
সৌদামিনী মালো [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সৌদামিনী মালো [গদ্য]

সৌদামিনী মালো (বহুনির্বাচনি প্রশ্ন)

১. আদালত কোন জায়গায় অবস্থিত?
ক. পাহাড়ের ওপর
গ. সমতল ভূমিতে
খ. টিলার ওপর
ঘ. নদীর ধারে

২. 'অগত্যা মোগলের সাথে খানা খেতে হবে'- এখানে কাকে মোগল বলা হয়েছে?
ক. উকিলকে
খ. নাসিরকে
ঘ. কৌতূহলী শ্রোতাকে
গ. ব্রাদার জনকে

নিচের গল্পাংশ পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

গফুর মিয়া কাতর স্বরে তর্করত্নকে বলেছিল, অবলা জীব মহেশ আমার না খেয়ে মরে যাচ্ছে। দিন না কাহন দুই খড়। যেভাবে পারি শুধব বাবা। একথা বলে সে তর্করত্নের পায়ের কাছে দপ করে বসে পড়ল। তর্করত্ন তিরবৎ দুই পা পিছিয়ে গিয়ে বলল- আ মর! ছুঁয়ে ফেলবি নাকি।

৩. গল্পাংশে গফুরের সাথে "সৌদামিনী মালো" গল্পের সাদৃশ্য রয়েছে-
ক. হরিদাসের
খ. জগদীশের
গ. সৌদামিনীর
ঘ. মনোরঞ্জনের

৪. এরূপ সাদৃশ্যের কারণ-
i. অসহায়ত্ব
ii. বাৎসল্য
iii. প্রতিকূলতা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
গ. i ও iii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii

সম্পর্কিত প্রশ্ন সমূহ