- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সৌদামিনী মালো [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সৌদামিনী মালো [গদ্য]
সৌদামিনী মালো (সৃজনশীল প্রশ্ন)
বর্গাচাষি মনিরের সামান্য জমিটুকুও কেড়ে নেওয়ার ইচ্ছে জাগে প্রভাবশালী রশিদের। তাই তা কেনার প্রস্তাব দিলে মনির তার পৈতৃক এ সম্পত্তি বিক্রি করতে অসম্মতি জানান। সেদিন থেকে রশিদ তাকে কারণে-অকারণে নাজেহাল করেন। তার ছেলেকে স্কুল থেকে বের করে দেন। এমনকি মিথ্যা দেনার দায়ে তাকে ভিটেছাড়া করেন। চেয়ারম্যানের হস্তক্ষেপে অবশেষে মনির সবই ফিরে পান।
ক. ব্রাদার জন-এর কাঠগড়ায় দাঁড়ানোর কারণ কী?
খ. "ইংরেজ বাহাদুর এমনভাবে কিছু দেশি বাচ্চা তৈরি করত"- বলতে লেখক কী বুঝিয়েছেন?
গ. রশিদের আচরণে "সৌদামিনী মালো” গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে "সৌদামিনী মালো" গল্পের একটা বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে মাত্র, সমগ্রতা প্রকাশ পায়নি -মন্তব্যের যথার্থ্য যাচাই কর।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

