- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অপরিচিতা [গদ্য]
অপরিচিতা (বহুনির্বাচনি প্রশ্ন)
১. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
ক. ডাক্তারি
খ. ওকালতি
গ. মাস্টারি
ঘ. ব্যবসা
২. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ, তার-
ক. প্রতিপত্তি
খ. প্রভাব
গ. বিচক্ষণতা
ঘ. কূট বুদ্ধি
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
পিতৃহীন দীপুর চাচা ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেননি।
৩. দীপুর চাচার সঙ্গে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের মিল আছে?
ক. হরিশের
খ. মামার
গ. শিক্ষকের
ঘ. বিনুর
৪. উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে-
i. দৌরাত্ম্য
ii. হীনম্মন্যতা
iii. লোভ
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. ii ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
সম্পর্কিত প্রশ্ন সমূহ

