- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
অপরিচিতা [গদ্য]
"পাকযন্ত্রটাকে সমস্ত অনুসুদ্ধ সেখানে টানিয়া মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে আফসোস মিটিত।"-বরযাত্রীদের এমন অনুভূতির কারণ কী?
বিবাহ সভা থেকে প্রত্যাখ্যাত হওয়ার কারণে বরযাত্রীদের এমন অনুভূতি হয়েছিল। খাবার গ্রহণ করার পর অন্নদাতার কাছ থেকে অপমানসূচক কথা শুনলে অস্বস্তি লাগে। মনে হয় খাদ্য গ্রহণ না করাই সমুচিত ছিল। উল্লিখিত পঙক্তিটিতে বরযাত্রীদের এমন অনুভূতিই সৃষ্টি হয়েছিল। 'অপরিচিতা' গল্পে 'বরপক্ষের হীনম্মন্যতার কারণে পাত্রীর বাবা শম্ভুনাথ কন্যা সম্প্রদান থেকে বিরত থাকে। কিন্তু আতিথেয়তার খাতিরে বরপক্ষকে খাবার খেতে দেয়। বিবাহ সম্পন্ন না করে খাবার খেয়ে বরযাত্রীরা নির্বুদ্ধিতার পরিচয় দেয়। পরে সে নির্বুদ্ধিতায় দখ বরযাত্রীদের মনে হয় পাকযন্ত্র থেকে খাবার বের করে দিয়ে আসতে পারলে মনোবেদনা দূর হতো।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

