• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অপরিচিতা [গদ্য]

'জায়গা আছে' কথাটির তাৎপর্য বর্ণনা কর।

'জায়গা আছে' কথাটি অনুপম শুনতে পায় মাকে নিয়ে ট্রেনে করে তীর্থে যাওয়ার সময়। অনুপম একটি মেয়েকে তার সঙ্গীদের উদ্দেশে বলতে শোনে "শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে।" তারপর থেকে 'জায়গা আছে' কথাটি অনুপমের মনে অনুরণিত হতে থাকে। সেই সুরেলা কথা ও মধুর কণ্ঠ মনে করে সে রোমাঞ্চিত হতে থাকে। এক পর্যায়ে জানতে পারে, এই সেই মেয়ে যার সাথে তার বিয়ে হতে গিয়েও ভেঙে গেছে। তখন থেকেই কল্যাণীর মনে একটু জায়গা পেতে মরিয়া হয়ে উঠে সে। সুবিধামতো কল্যাণীর কাজ করে তার মন জয় করার চেষ্টা করে। আর এসব করতে পেরে তার মনে হয় সে জায়গা পেয়েছে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ