• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অপরিচিতা [গদ্য]

'ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন' বুঝিয়ে দাও।

'ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন'-বক্তব্যটি এক আত্মভিমানী পিতৃহৃদয়ের পুঞ্জিভূত ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। বিয়ের আসরে বরপক্ষের লোভী ও হীন মানসিকতায় কল্যাণীর বাবা শম্ভুনাথ যেন যারপরনাই বিক্ষুব্ধ হয়ে ওঠেন। যৌতুকলোভী বরের মামা কনের স্বর্ণ পরীক্ষার জন্য বিয়ের দিনই স্বর্ণকার নিয়ে আসে, যা তার নিচু মানসিকতার পরিচায়ক। এমন সংকীর্ণচেতা পরিবারে কন্যা সম্প্রদানে শম্ভুনাথ বাবুর মন সায় দেয় না। নিতান্তই শান্ত প্রকৃতির হওয়ায় তিনি ধীর, চঞ্চলতাশূন্য ও বলিষ্ঠ কণ্ঠে বরপক্ষকে বিদায় হতে বললে বরের মামা ঠাট্টা করা হচ্ছে কিনা জানতে চায়। আর তখনই কল্যাণীর বাবা ক্ষুদ্ধ হয়ে প্রশ্নোক্ত উক্তিটি করেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ