• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অপরিচিতা [গদ্য]

গহনার খাদ পরীক্ষার সময় অনুপমের মামার মুখ লাল হয়ে উঠেছিল কেন?

বরপক্ষের দেয়া সোনার একজোড়া এয়ারিংয়ে খাদ ধরা পড়ায় অনুপমের মামার মুখ লাল হয়ে উঠেছিল। ছল-ছাতুরি ধরা পড়লে মানুষ স্বভাবতই লজ্জা পায়। অন্যের ছল-ছাতুরি ধরতে গিয়ে অপরাধী সাব্যস্ত হলে সেক্ষেত্রে লজ্জার সীমা থাকে না। অনুপমের বিয়ের জন্য মামা কনেপক্ষের কাছে যৌতুকের সাথে গহনা দাবি করে। কনেপক্ষ যাতে দাবিকৃত গহনায় খাদ না দিতে পারে জয়ন্তনা সেকরা দিয়ে সে গহনা পরীক্ষা করে। স্যাকরার পরীক্ষায় কনেপক্ষের গহনা খাঁটি প্রমাণিত হলেও একজোড়া এয়ারিং এ খাদ দেখা যায় যা বরপক্ষ আশীর্বাদস্বরূপ বিয়ের পাত্রীকে দিয়েছিল। এ ঘটনায় বরপক্ষের ছল-ছাতুরি ধরা পড়ে। এ কারণে গহনার খাদ পরীক্ষার সময় অনুপমের মামার মুখ লাল হয়ে উঠেছিল।

সম্পর্কিত প্রশ্ন সমূহ