• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অপরিচিতা [গদ্য]

অনুপমের মামা বিয়ে বাড়িতে ঢুকে খুশি হননি কেন?

বিয়ে বাড়িতে সাদাসিদে আয়োজন দেখে অনুপমের মামা খুশি হতে পারেননি। সামাজিক অনুষ্ঠান পালনে অনেক সময় প্রতিযোগিতা প্রাধান্য পায়। অহংকারী সামর্থ্যবানরা মহা ধুমধামে অনুষ্ঠান পালন করতে পছন্দ করে। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা ব্যান্ড, বাঁশি প্রভৃতি বাদ্যযন্ত্র বাজিয়ে বিয়ে বাড়িতে হাজির হলেন। বিয়ে বাড়িতে ঢুকেই মামা দেখেন, কনে পক্ষের আয়োজন খুব সাধারণ মানের। বরপক্ষের বিশাল আয়োজনের কাছে বড়ই বেমানান। অভ্যর্থনা দেখে মামার মনে হয়েছে, তাদের আড়ম্বর আগমন কনেপক্ষের সাধারণ মানুষগুলো বুঝতেই পারেনি। বাড়িতে প্রবেশ করে কনে পক্ষের এ ধরনের সাধারণ আয়োজন ও নীরস উৎসাহ উদ্দীপনা দেখে অনুপমের মামা খুশি হতে পারেননি।

সম্পর্কিত প্রশ্ন সমূহ