• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অপরিচিতা [গদ্য]

অনুপম তার বিয়ের প্রস্তাবটি বন্ধুর মাধ্যমে উত্থাপন করে কেন?

বাঙালি সমাজের রীতি অনুযায়ী নিজের বিয়ের প্রস্তাব নিজে না দিতে পেরে অনুপম বন্ধুর মাধ্যমে পরিবারে বিয়ের প্রস্তাব উত্থাপন করে। বাঙালি সমাজে বিয়ের প্রস্তাব অন্যের মাধ্যমে অভিভাবকের কাছে জানানোর প্রচলন রয়েছে। অনুপম বন্ধুর কাছে হবু স্ত্রীর প্রশংসা শুনে পুলকিত হয়। তার হৃদয় আকাশের সর্বত্র নারীরূপের মরীচিকা ভেসে ওঠে। বিয়ের জন্য মন আনচান করে ওঠে। এ অবস্থায় অনুপম বন্ধু হরিশকে বিয়ের প্রস্তাবটি মামার কাছে উথাপনের অনুরোধ জানায়। কারণ পিতৃহারা অনুপমের অভিভাবক ছিল মামা। তাই সহজে বোঝা যায় যে আলোচ্য উদ্ধৃতিটির মর্মকথা হলো বিয়ের প্রস্তাব তুলে ধরা।

সম্পর্কিত প্রশ্ন সমূহ