- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অপরিচিতা [গদ্য]
কল্যাণী কীভাবে অনুপমের কাছে অপরিচিতা হয়েই রইল?
অনুপমের সাথে চূড়ান্ত অর্থে কল্যাণীর কোনো সম্পর্কই সংজ্ঞায়িত করা যায় না, তাই ব্যাকুল হৃদয় অনুপমের কাছে কল্যাণী অপরিচিতা হয়েই রইল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'অপরিচিতা' গল্পের অনুপম ও কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণী আর বিয়ে করার চিন্তা করে না; বরং সে মেয়েদের শিক্ষা প্রদানকে পরমব্রত হিসেবে গ্রহণ করে। কিন্তু অনুপম তাকে একান্ত নিজের করে পেতে ব্যাকুল প্রায়। কল্যাণীর নিষ্কলুষ মুখাবয়ব এবং শ্রবণ সুখকর কণ্ঠের ইন্দ্রগীতসম 'জায়গা আছে' শব্দগুচ্ছ তার নিস্তরঙ্গ হৃদয়ে আলোড়ন তোলে। তাই সে বজ্রকঠোরসম অভিভাবক মামাকে উপেক্ষা করে শম্ভুনাথ বাবুর নিকট ভুল স্বীকার করে। কিন্তু শম্ভুনাথ বাবু যে কল্যাণীকে বিয়ে না দিতে প্রতিজ্ঞাবদ্ধ তা বুঝিয়ে দেন। তাই তার কাছে কল্যাণী থেকে যায় অধরা রূপে। যদিও কল্যাণীর সাথে অনুপমের দেখা হয়, সুযোগ পেলে সে তার কাজ করে দেয়; তবুও কল্যাণী তার কাছে থেকে যায় অপরিচিতা।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

