- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- বলশেভিক বিপ্লব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বলশেভিক বিপ্লব
কার্ল মার্ক্স (Karl Marx 1818-1883) (১৮১৮-১৮৮৩ খ্রিষ্টাব্দ)
প্রভাবশালী জার্মান সমাজবিজ্ঞানী, দার্শনিক ও মার্ক্সবাদের প্রবক্তা। এই মহান ব্যক্তি ১৮১৮ খ্রিষ্টাব্দে জার্মানির ট্রায়ার শহরে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে হেগেলীয় দর্শনের মেধাবী ছাত্র ও গবেষক, পরবর্তীকালে সামাজিক ও আর্থিক দ্বন্দ্বমূলক সমস্যাগুলোর বিচার সম্পর্কে এক বিপ্লবাত্মক চিন্তাধারার উদ্ভাবক। বিংশ শতাব্দীতে সমগ্র মানবসভ্যতা মার্ক্সের তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়। তার লেখনী রাশিয়ার শোষিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের মাঝে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে শ্রেণিবৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ফ্রেডারিক এঙ্গেলস ও কার্ল মার্ক্সের উদ্যোগে ১৮৪৮ খ্রিষ্টাব্দে 'কমিউনিস্ট মেনিফেস্টো' প্রকাশিত হয়।
১৮৬৭ খ্রিষ্টাব্দে তার শ্রেষ্ঠ পুস্তক 'Das Capital' প্রকাশিত হয়। তার লেখনী পুঁজিপতিদের স্বার্থে প্রচণ্ড আঘাত হানে এবং শ্রমিকদের মনোজগতে এক বিরাট পরিবর্তনের সৃষ্টি করে। স্বৈরাচারী জারতন্ত্রের অবসান ঘটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য বলশেভিকদের নেতৃত্বে ঐক্যবদ্ধ শ্রমিকরা আন্দোলন করে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশেভিক সরকার প্রতিষ্ঠা করে। ফলে তার প্রবর্তিত সমাজতন্ত্র মতবাদ রাষ্ট্রীয় মতবাদে পরিণত হয়। বলশেভিক বিপ্লব-পরবর্তী সময়ে অনেক দেশই এই মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিল। যদিও সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতনের পর এ তত্ত্বের জনপ্রিয়তা কমে গেলেও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মার্ক্সবাদ এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অন্যান্য বিখ্যাত গ্রন্থ German Ideology. The Economic and Phillosophical Theory। বিখ্যাত এই ব্যক্তি ১৮৮৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। তার সমাধি ফলকে লেখা আছে কমিউনিস্ট মেনিফেস্টোর শেষ লাইন দুনিয়ার মজদুর এক হও'।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

