• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বলশেভিক বিপ্লব
বলশেভিক বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বলশেভিক বিপ্লব

কমিউনিস্ট মেনিফেস্টো

কার্ল মার্ক্স ও ফ্রেডারিক এঙ্গেলস প্রণীত কমিউনিস্ট মেনিফেস্টো বা কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশিত হয় ১৮৪৮ খ্রিষ্টাব্দে। এটিই ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রথম কর্মসূচিভিত্তিক দলিল। এতে সমাজ বিকাশের অব্যর্থ নিয়ামকসমূহ, পুঁজিবাদ ধ্বংস করে সাম্যবাদের প্রতিষ্ঠা, সর্বহারা শ্রেণির একনায়কত্বের তত্ত্ব ও কমিউনিস্টদের আন্দোলন কৌশল প্রভৃতি আলোচিত হয়। এই ইশতেহারেই ঘোষণা করা হয়, সর্বহারা শ্রেণির শৃঙ্খলা ছাড়া হারানোর কিছু নেই। এই ইশতেহারেই দুনিয়ার মজদুরদের এক হওয়ার কথা বলা হয়। আর এজন্যই একে সমাজতান্ত্রিক আন্দোলনের শ্রেষ্ঠ দলিল বলে বিবেচনা করা হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ