• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বলশেভিক বিপ্লব
বলশেভিক বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বলশেভিক বিপ্লব

জারতন্ত্র

আঠারো-উনিশ শতকে গোটা ইউরোপে কয়েকটি রাজবংশ দ্বারা স্বৈরশাসন প্রচলিত ছিল। রাশিয়ার রোমানভ বংশের রাজাদের জার (Czar বা Tsar) উপাধি ছিল। জারদের শাসনকে বলা হতো জারতন্ত্র (Czarist)। জারতন্ত্রের উদ্দেশ্য ছিল- কোনো পরিবর্তন নয়, স্থিতিশীল শাসন। জারদের নীতি ছিল- এক জার, এক চার্চ ও এক রাশিয়া। এরূপ প্রতিক্রিয়াশীল মতবাদের বিরুদ্ধে জার দ্বিতীয় আলেকজান্ডারের সময় (১৮৫৫-১৮৮১ খ্রিষ্টাব্দ) থেকেই রাশিয়ায় বৈপ্লবিক চিন্তার জাগরণ ঘটে। ১৯১৭খ্রিষ্টাব্দে জার নিকোলাসের পতনের মধ্য দিয়ে রোমানভ রাজবংশের ও জারতন্ত্রের অবসান ঘটে, প্রতিষ্ঠিত হয় রাশিয়ার প্রথম সমাজতান্ত্রিক সরকার।

সম্পর্কিত প্রশ্ন সমূহ