- হোম
- স্কুল ১-১২
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
প্রত্যুপকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
প্রত্যুপকার
পৃথিবীর সব জায়গার চেয়ে ডেমাস্কাসের বৃহৎ মসজিদের স্থান কেন আব্বাসের সবচেয়ে প্রিয়?
আব্বাস ডেমাস্কাসে নিরাপত্তা এবং অনেক সম্মান ও সেবা-যত্ন পেয়েছিলেন, তাই বৃহৎ মসজিদের স্থান তার সবচেয়ে প্রিয় ।
ডেমাস্কাসে গিয়ে আব্বাস বিপদগ্রস্ত হলে এক সম্ভ্রান্ত ব্যক্তি তাকে আশ্রয় দেন। অত্যন্ত নিরাপদে তিনি সেখানে এক মাস থাকেন। পরে ফিরে আসার সময় আশ্রয়দাতা আব্বাসকে অনেক খাদ্য, স্বর্ণমুদ্রা ও উপহার দিয়ে পাঠিয়ে দেন। আর এই অভিজ্ঞতা তাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। তাই তিনি যখনই ওই স্থানের কথা স্মরণ করেন, কৃতজ্ঞতায় নুয়ে পড়েন। কারণ তিনি মনে করেন ওই ব্যক্তিই তাকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। তাই ডেমাস্কাসের বৃহৎ মসজিদের স্থান আব্বাসের কাছে পৃথিবীর সব জায়গা থেকে প্রিয় ।