- হোম
- স্কুল ১-১২
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
প্রত্যুপকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
প্রত্যুপকার
আব্বাস কেন ডেমাস্কাসে নির্দিষ্ট অঞ্চলের মঙ্গল কামনা করেছেন? ব্যাখ্যা কর।
ডেমাস্কাসের এক ব্যক্তি একসময় আলী ইবনে আব্বাসকে বিপদের হাত থেকে রক্ষা করেন। তাই তার বাস যে স্থানে সেই অঞ্চলের মঙ্গল কামনা করেন তিনি ।
আলী ইবনে আব্বাস অনেক বছর আগে ডেমাস্কাসের নতুন শাসনকর্তার সঙ্গে সেখানে যান। সেখানে তিনি পদচ্যুত শাসনকর্তার সৈন্যদের দ্বারা আক্রান্ত হন। সেই অবস্থায় তিনি ডেমাস্কাসের এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে সাহায্য প্রার্থনা করেন। তিনি ওই বাড়িতে এক মাস থাকেন। তারপর অতি নিরাপদে এবং অত্যন্ত সম্মানের সঙ্গে বিদায় গ্রহণ করেন। তাই আলী ইবনে আব্বাস 'কৃতজ্ঞতাবোধ থেকেই ডেমাস্কাসের সেই নির্দিষ্ট অঞ্চলের মঙ্গল কামনা করেছেন।