- হোম
- স্কুল ১-১২
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
প্রত্যুপকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
প্রত্যুপকার
“আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে।”— বাখ্যা কর।
আলী ইবনে আব্বাস ডেমাস্কাসের বন্দি লোকটির সামনে তার উপকারকারীর সন্ধান পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তখন বন্দি লোকটি তাকে প্রশ্নোক্ত কথাটি বলেন।
আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে যে লোকটির আশ্রয়ে নিরাপদে ছিলেন, তাঁকে তিনি অনেক দিন ধরে খুঁজছেন । এ কথা জানতে পেরে খলিফার কাছে আসা অপরাধী ব্যক্তিটি নিজের পরিচয় তুলে ধরার নিমিত্তে এ কথা বলেছেন। কারণ অনেক বছর আগের ঘটনা হওয়ায় আলী ইবনে আব্বাস লোকটিকে চিনতে পারেননি যে বন্দি লোকটিই সেই ব্যক্তি। আলী ইবনে আব্বাসের কাছ থেকে সব কথা জানার পরে এভাবেই লোকটি নিজের পরিচয় তুলে ধরেন।