• হোম
  • স্কুল ১-১২
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি

প্রত্যুপকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রত্যুপকার

আশ্রয়দাতাকে চিনতে পেরে আলী ইবনে আব্বাস কী করলেন?

আশ্রয়দাতাকে চিনতে পেরে আলী ইবনে আব্বাস আবেগাপ্লুত হয়ে পড়েন ।
অনেকক্ষণ পর্যবেক্ষণ করে আলী ইবনে আব্বাস লোকটিকে চিনতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি লোকটির হাত-পা থেকে শিকল খুলে দেন । তাঁকে অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করেন। কীভাবে তিনি খলিফার শাস্তিযোগ্য হয়েছেন তা জানার জন্য উতলা হয়ে ওঠেন। সব জানার পর আব্বাস লোকটিকে সসম্মানে ছেড়ে দেন এবং চলে যেতে বলেন । তাঁর সমস্ত অপরাধ আব্বাস নিজের কাঁধে নিয়ে খলিফার মুখোমুখি হবেন বলে তাঁকে আশ্বস্ত করেন এবং তাঁর হাতে সহস্র স্বর্ণমুদ্রা তুলে দেন ।