• হোম
  • স্কুল ১-১২
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি

প্রত্যুপকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রত্যুপকার

খলিফা বন্দি লোকটি সম্পর্কে সব জেনে কী বললেন?

খলিফা সব জেনে আলী আব্বাস এবং লোকটির ওপর সন্তুষ্টি প্রকাশ করলেন ।
লোকটি যে নিরপরাধ এ কথা খলিফা আলী ইবনে ইবনে আব্বাসের কাছে জানতে পারেন। তিনি এও জানতে পারেন যে লোকটি অত্যন্ত ন্যায়পরায়ণ, দয়াশীল ও মহৎ, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। লোকটির সমস্ত ঘটনা খলিফাকে অভিভূত করে। তিনি আলী আব্বাসেক বলেন যে তোমার জন্যই তাঁর প্রাণ রক্ষা পেল এবং তিনি যে এমন মহৎ তা জেনে খলিফা খুশি হন। খলিফা লোকটিকে তাঁর সামনে আনতে বলেন ।