• হোম
  • স্কুল ১-১২
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি

প্রত্যুপকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রত্যুপকার

ডেমাস্কাস থেকে আব্বাসকে তার আশ্রয়দাতা কীভাবে ফেরত পাঠান?

ডেমাস্কাস থেকে আব্বাসের আশ্রয়দাতা তাকে অত্যন্ত নিরাপদে এবং সম্মানের সঙ্গে ফেরত পাঠান।

সে সময়ে ডেমাস্কাস থেকে বাগদাদে অনেকে যাচ্ছিল শুনে আশ্রয়দাতা আব্বাসকেও তাদের সঙ্গে যেতে বলেন। আব্বাসের কাছে কোনো টাকা-পয়সা ছিল না সে কথা তিনি বুঝতে পারেন এবং আব্বাসের জন্য তিনি অনেক আয়োজন করেন। একটি উৎকৃষ্ট ঘোড়া সাজিয়ে দেন আর একটি ঘোড়ার পিঠে খাবার সাজিয়ে দেন, পথে আব্বাসের পরিচর্যা করার জন্য একজন ভৃত্য এবং এক থলি সোনার মুদ্রাও দেন। যাত্রাপথে তাঁর পরিচিত এবং আত্মীয়দের সঙ্গে আব্বাসকে পরিচয় করিয়ে দেন যাতে পথিমধ্যে তার কোনো অসুবিধা না হয়। এভাবে আশ্রয়দাতা নিরাপত্তার সঙ্গে আব্বাসকে ডেমাস্কাস থেকে বাগদাদ পাঠান