• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পরিসংখ্যান, চলক ও প্রতীক
পরিসংখ্যান, চলক ও প্রতীক

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পরিসংখ্যান, চলক ও প্রতীক

পরিসংখ্যানের সংজ্ঞা (Definition of Statistics)

ইতিহাস থেকে জানা যায় প্রাচীনকালে রাষ্ট্রপ্রধানগণ তাদের রাষ্ট্র পরিচালনার জন্য পরিসংখ্যান ব্যবহার করতেন। এ জন্য সে সময় পরিসংখ্যানকে রাজাদের বিজ্ঞান বলা হতো। তখন পরিসংখ্যানের ক্ষেত্র অত্যন্ত সীমিত ছিল। পরবর্তী সময়ে বিভিন্ন বিজ্ঞানী পরিসংখ্যানের উৎকর্ষ সাধন করেন।

বিভিন্ন পরিসংখ্যানবিদ বিভিন্নভাবে পরিসংখ্যানকে বোঝানোর চেষ্টা করেছেন এবং ভিন্ন ভিন্ন সংজ্ঞার মাধ্যমে পরিসংখ্যানের ব্যাপ্তি নির্দেশ করার চেষ্টা করেছেন। নিম্নে বিখ্যাত কয়েকজন পরিসংখ্যানবিদের প্রদত্ত সংজ্ঞা উল্লেখ করা হলো- Bowley প্রদত্ত সংজ্ঞা: "Statistics are numerical statements of facts in any department of enquiry placed in relation to each other." (পরিসংখ্যান হলো যে কোনো অনুসন্ধান ক্ষেত্র পরস্পর সম্পর্কযুক্ত ঘটনার সংখ্যাত্মক বর্ণনা।)

Yule and Kendall প্রদত্ত সংজ্ঞা: "By statistics we mean quantitative data affected to a marked extent by a multiplicity of causes." (পরিসংখ্যান দ্বারা আমরা সেইসব সংখ্যাত্মক তথ্যাবলিকে বুঝি যারা বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত।)

R. A. Fisher প্রদত্ত সংজ্ঞা: "The science of statistics is essentially a branch of applied mathematics and may be regarded as mathematics applied to observational data". (পরিসংখ্যান বিজ্ঞান হচ্ছে ফলিত গণিতের একটি শাখা যেখানে পর্যবেক্ষিত তথ্যের উপর গাণিতিক প্রক্রিয়া আরোপ করা হয়।)

W. I. King প্রদত্ত সংজ্ঞা: "Statistics is the science of decision making in the field of uncertainty." (পরিসংখ্যান হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে কোনো অনিশ্চিত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়।)

Croxton and Cowden প্রদত্ত সংজ্ঞা: "Statistics may be defined as the collection, presentation, analysis and interpretation of numerical data." (সংখ্যাত্মক তথ্যাবলি সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করাকে পরিসংখ্যান বলা যেতে পারে।)

P.C. Mahalanobis প্রদত্ত সংজ্ঞা: "Statistics is an applied science which can solve the problem." (পরিসংখ্যান একটি ফলিত বিজ্ঞান যা সমস্যার সমাধান করতে পারে।)

Connor প্রদত্ত সংজ্ঞা: "Statistics are measurements, enumerations or estimates of natural or social phenomena, systematically arranged so as to exhibit their inner relations." (পরিসংখ্যান হলো ধারাবাহিকভাবে সাজানো প্রাকৃতিক ও সামাজিক ঘটনাবলির পরিমাপ, গণনা বা প্রাক্কলিত মান যার মাধ্যমে তাদের অন্তর্নিহিত সম্পর্ক উদঘাটন করা হয়।)

H. Secrist প্রদত্ত সংজ্ঞা: "By statistics we mean aggregate of facts affected to marked extent by multiplicity of causes, numerically expressed, enumerated or estimated according to a reasonable standard of accuracy, collected in a systematic manner for a predetermined purpose and placed in relation to each other. (পরিসংখ্যান বলতে আমরা বহুবিধ কারণ দ্বারা লক্ষণীয় মাত্রায় প্রভাবিত, সংখ্যায় প্রকাশিত, নির্ভুলতার যুক্তিসঙ্গত মাত্রায় গণনাকৃত বা প্রাক্কলিত, পূর্ব নির্ধারিত উদ্দেশ্যে পদ্ধতিগত সংগৃহীত তথ্য সমষ্টিকে বুঝে থাকি।)

Seligman প্রদত্ত সংজ্ঞা: "Statistics is the science which deals with the methods of collecting, classfying, presenting, comparing and interpreting numerical data collected to through some light on any sphere of inquiry." (পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যা কোনো অনুসন্ধান সংগৃহীত সংখ্যাত্মক তথ্যের আলোকপাতের জন্য তথ্য সংগ্রহ, শ্রেণিবিন্যাস, উপস্থাপন, তুলনা ও ব্যাখ্যাদানের পদ্ধতিসমূহ আলোচনা করে।)

Encyclopedia Britannica তে পরিসংখ্যানের সংজ্ঞায় বলা আছে "Statistics is the art and science of gathering, analysing and making inference from data." (পরিসংখ্যান হচ্ছে এমন একটি কলা ও বিজ্ঞান যার সাহায্যে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সেই তথ্য সম্পর্কে ধারণা নেওয়া হয়।)

উপরে উল্লিখিত সংজ্ঞাগুলোর আলোকে পরিসংখ্যানের সর্বাধিক বৈশিষ্ট্য সমর্থন করে এমন একটি পূর্ণাঙ্গ ও সর্বজন স্বীকৃত সংজ্ঞা নিম্নরূপে দেওয়া যেতে পারে- পরিসংখ্যান হলো বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত কোনো বিষয়ে অনুসন্ধান ক্ষেত্র হতে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, সুশৃঙ্খলভাবে বিন্যস্তকরণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং প্রাপ্ত ফলাফলের ওপর মতামত প্রদানের বিজ্ঞান।

সম্পর্কিত প্রশ্ন সমূহ