• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পরিসংখ্যান, চলক ও প্রতীক
পরিসংখ্যান, চলক ও প্রতীক

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পরিসংখ্যান, চলক ও প্রতীক

নমুনা (Sample)

তথ্যবিশ্ব বা সমগ্রকের প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশ যা সমগ্রকের বৈশিষ্ট্যসমূহ প্রদর্শন করতে পারে, তাকে নমুনা বলে। নমুনার ওপর গবেষণা করে সমগ্রক সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেজন্য নমুনা সমগ্রকের দর্পণস্বরূপ। যেমন- রক্ত পরীক্ষার প্রয়োজন হলে শরীরের সমস্ত রক্ত না নিয়ে কয়েক ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করা হয়। কয়েক ফোঁটা রক্তই হলো নমুনা।
নমুনার এককের সংখ্যার ওপর ভিত্তি করে নমুনাকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. বৃহৎ নমুনা ও ২. ক্ষুদ্র নমুনা।

১. বৃহৎ নমুনা (Large Sample): যথার্থতা যাচাইয়ের (Test of hypothesis) ক্ষেত্রে কোনো নমুনায় নমুনার একক সংখ্যা 30 বা তার বেশি (n ≥ 30) হলে, তাকে বৃহৎ নমুনা বলা হয়। যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের গড় বয়স পরিমাপ করতে যদি 50 জন শিক্ষার্থীকে নমুনায় অন্তর্ভুক্ত করা হয় তবে এটি বৃহৎ নমুনা হবে।

২. ক্ষুদ্র নমুনা (Small Sample): যথার্থতা যাচাইয়ের ক্ষেত্রে কোনো নমুনায় নমুনার একক সংখ্যা 30 এর কম (n <30) হলে, তাকে ক্ষুদ্র নমুনা বলা হয়। যেমন- ঢাকা কলেজের ছাত্রদের গড় উচ্চতা পরিমাপ করতে যদি 20 জন ছাত্রকে নমুনায় অন্তর্ভুক্ত করা হয় তবে এটি ক্ষুদ্র নমুনা হবে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ