• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পরিসংখ্যান, চলক ও প্রতীক
পরিসংখ্যান, চলক ও প্রতীক

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পরিসংখ্যান, চলক ও প্রতীক

চলক (Variable)

একটি কলেজের সমস্ত শিক্ষার্থীকে তথ্যবিশ্ব এবং উক্ত তথ্যবিশ্বের এককের কিছু বৈশিষ্ট্য ওজন, উচ্চতা, বয়স, রক্তের গ্রুপ, মাসিক খরচ বিষয়ের ওপর একাদশ শ্রেণীর 10 জন শিক্ষার্থীদের কাছ থেকে নিচের তথ্য পাওয়া গেল।

নাম
ওজন (kg)
উচ্চতা (H)
বয়স (বছর)
রক্তের গ্রুপ
মাসিক খরচ (টাকা)
আহমেদ তৌফিক হাসান
60
5'6"
17
A+
2000
মো: আমির হোসেন
58
5'8"
16
O+
2500
হৈমন্তী দাস
48
5'
16
O+
1500
মো: তৌহিদুল ইসলাম
55
5'7"
17
AB+
1800
ইসরাত জাহান বারী
45
5'1"
16
B-
1600

ওপরের তথ্য ছক লক্ষ করলে দেখা যায় যে, তথ্যবিশ্বের এককের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন: ওজন, উচ্চতা, বয়স, রক্তের গ্রুপ, মাসিক খরচ এক শিক্ষার্থী হতে অপর শিক্ষার্থীতে ভিন্ন এবং পরিমাপযোগ্য। তথ্যবিশ্বের এককের এই পরিবর্তনশীল বৈশিষ্ট্যগুলোকে চলক বলা হয়।

তথ্যবিশ্বের একক বা উপাদানসমূহের যে বৈশিষ্ট্য স্থান, কাল, পাত্রভেদে পরিমাপযোগ্য এবং ভিন্ন ভিন্ন হয় তাকে চলক বলে। অর্থাৎ যে সকল বৈশিষ্ট্য সমগ্রক বা তথ্যবিশ্বের বিভিন্ন এককসমূহের সাপেক্ষে পরিমাণগতভাবে (গুণে ও মানে) পরিবর্তিত হয় তাকে চলক বলে।

উদাহরণ: একটি কলেজের শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, বয়স ইত্যাদি শিক্ষার্থীভেদে পরিবর্তনশীল ও পরিমাপযোগ্য। এখানে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, বয়স হচ্ছে চলক। প্রদত্ত ছকে শিক্ষার্থীদের ওজন যথাক্রমে 60, 58, 48, 55 ও 45 কেজি। এখানে ওজন একটি চলক কারণ এর মান পরিবর্তনশীল এবং পরিমাপযোগ্য।

চলককে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষর x. y. z দ্বারা চিহ্নিত করা হয়। চলকের মানসমূহ শূন্য বা অশূন্য, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ধরা যাক, ওপরের উদাহরণের শিক্ষার্থীদের ওজন x হলো একটি চলক। এখানে 60, 58, 48, 55 ও 45 হলো x এর বিভিন্ন মান এবং এদের X1, X2, X3, X4 ও x₁ দ্বারা চিহ্নিত করা যায়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ