• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পরিসংখ্যান, চলক ও প্রতীক
পরিসংখ্যান, চলক ও প্রতীক

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পরিসংখ্যান, চলক ও প্রতীক

বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক (Discrete and Continuous Variable)

চলকের মানের প্রকৃতির ওপর ভিত্তি করে চলককে দুই ভাগে ভাগ করা যায়-

১. বিচ্ছিন্ন চলক (Discrete Variable)

২. অবিচ্ছিন্ন চলক (Continuous Variable)

১. বিচ্ছিন্ন চলক: যে সকল চলক কেবল গণনাযোগ্য পৃথক পৃথক সংখ্যাকে মান হিসেবে গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন চলক বলে। বিচ্ছিন্ন চলককে অনেক সময় বিরত চলক বলা হয়।
উদাহরণ: ট্রেনের বগির সংখ্যা, কোনো শ্রেণিতে ছাত্রছাত্রীদের সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা, ফ্ল্যাটের কক্ষ সংখ্যা, কারখানার শ্রমিকের সংখ্যা, ফুটবল খেলায় গোলের সংখ্যা, ক্রিকেট খেলায় রানের সংখ্যা ইত্যাদি বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলকের মান সাধারণত পূর্ণসংখ্যা হয়। আবার বিচ্ছিন্ন চলকের মান অনেক সময় ভগ্নাংশও হতে পারে যদি মানগুলো গণনাযোগ্য ও পৃথক হয়। যেমন- পঁচিশ পয়সা (0.25 টাকা), পঞ্চাশ পয়সা (0.50 টাকা), দেড় ইঞ্চি (12) তারকাঁটা ইত্যাদি।

২. অবিচ্ছিন্ন চলক: যে চলক এক বা একাধিক নির্দিষ্ট পরিসরের মধ্যে সকল মান গ্রহণ করতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। অবিচ্ছিন্ন চলককে অনেক সময় অবিরত চলক বলা হয়। এর মান পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ উভয়ই হতে পারে। উদাহরণ: তাপমাত্রা, ওজন, উচ্চতা, বয়স, বৃষ্টিপাতের পরিমাপ, আয়-ব্যয়, দ্রব্যের মূল্য, চাহিদা ইত্যাদি অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলকের মানসমূহ মাপনী যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। যেমন- কোনো শ্রেণির শিক্ষার্থীদের উচ্চতা 145 সে.মি. থেকে 175 সে.মি.। অর্থাৎ উচ্চতার চলক x হলে 145 ≤x≤175 1

সম্পর্কিত প্রশ্ন সমূহ