• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • কৃষিজ উৎপাদন
কৃষিজ উৎপাদন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কৃষিজ উৎপাদন

মাছের মিশ্র চাষের সুবিধা

যেসব প্রজাতির মাছ রাক্ষুসে স্বভাবের নয়, খাদ্য নিয়ে প্রতিযোগিতা করে না, জলাশয়ের বিভিন্ন স্তরে বাস করে এবং বিভিন্ন স্তরের খাবার গ্রহণ করে- এসব গুণের কয়েক প্রজাতির মাছ একই পুকুরে একত্রে চাষ করাকেই মিশ্র চাষ বলে। মিশ্র চাষ করার জন্য কার্প বা বুই জাতীয় মাছ বেশি উপযোগী, যেমন সিলভার কার্প, রুই, কাতলা, কার্পিও ইত্যাদি। আমাদের দেশি কার্প জাতীয় মাছের মধ্যে রুই, কাতলা ও মৃগেল অন্যতম। এরা পুকুরে মিশ্র চাষের জন্য খুবই উপযোগী। এ মাছগুলো পুকুরে চাষের সুবিধাগুলো নিচে দেওয়া হলো-
এরা জলাশয়ের বিভিন্ন স্তরের খাবার খায় যেমন- কাতলা পুকুরের উপরের স্তরে, বুই মধ্য স্তরে ও মৃগেল নিচের স্তরের খাবার খায়।

  • এরা রাক্ষুসে স্বভাবের নয়।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো।
  • দ্রুত বর্ধনশীল।
  • চাষের জন্য সহজেই হ্যাচারিতে পোনা পাওয়া যায়।
  • স্বল্প মূল্যের সম্পূরক খাবার খেয়ে বেড়ে ওঠে।
  • খেতে সুস্বাদু ও বাজারে চাহিদা আছে।

মিশ্র চাষের সুবিধা

  • মাছ পুকুরের বিভিন্ন স্তরে থাকে ও খাবার খায় বলে পুকুরের সকল জায়গা ও খাবারের সদ্ব্যবহার হয়।
  • কোনো স্তরের খাবার জমা হয়ে নষ্ট হয় না। ফলে পুকুরের পরিবেশ ভালো থাকে।
  • মিশ্র চাষে মাছের রোগবালাই কম হয়।
  • সর্বোপরি উৎপাদন বৃদ্ধি পায়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ