- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Party
বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দল ব্যবস্থার প্রকৃতি বা রূপরেখা বিশ্লেষণ করলে প্রধানত তিন ধরনের দলীয় ব্যবস্থা প্রত্যক্ষ করা যায়। যথা:
১. একদলীয় ব্যবস্থা (Single party system)
২. দ্বি-দলীয় ব্যবস্থা (Bi-party system)
৩. বহুদলীয় ব্যবস্থা (Multi-party systern)
১. একদলীয় ব্যবস্থা (Single party system): রাষ্ট্রের মধ্যে যখন সাংবিধানিকভাবে একটিমাত্র রাজনৈতিক দলের 'অস্তিত্ব এবং রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ড একটিমাত্র রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হয়, তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে অভিহিত করা হয়। এ ব্যবস্থায় একটিমাত্র দলই সকল ক্ষমতার উৎস। রাষ্ট্রের মধ্যে একটি দলই তার দলীয় আদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে। এ ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্যান্য সকল দলকে নিষিদ্ধ করা হয়। একদলীয় ব্যবস্থায় দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানিতে হিটলার কর্তৃক প্রতিষ্ঠিত 'নাৎসী দল' এবং ইতালিতে মুসোলিনী কর্তৃক প্রতিষ্ঠিত 'ফ্যাসিস্ট দল' একদলীয় ব্যবস্থার দৃষ্টান্ত। এছাড়া সমাজতান্ত্রিক রাশিয়া ও বর্তমানে চীন, উত্তর কোরিয়া এবং কিউবা প্রভৃতি সমাজতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে।
২. দ্বি-দলীয় ব্যবস্থা (Bi-party system): রাষ্ট্রের মধ্যে যখন দুটি প্রধান রাজনৈতিক দল বিদ্যমান থাকে, তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলা হয়। এ ব্যবস্থায় প্রধান দুটি দল ছাড়া আরও গুটিকয়েক ছোট ছোট দলের অস্তিত্বও থাকে। পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রেই দ্বি-দলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে। যেমন- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আমাদের বাংলাদেশেও প্রধান দুটি রাজনৈতিক দলের কার্যক্রমই বিদ্যমান। এ ব্যবস্থায় আইনসভার নির্বাচনে যে দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা সরকার গঠন করে আর অন্যদল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে।
৩. বহুদলীয় ব্যবস্থা (Multi-party system): যে রাষ্ট্র ব্যবস্থায় দুই-এর অধিক রাজনৈতিক দলের কার্যক্রম বিদ্যমান, তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় প্রতিটি দল নিজ নিজ দলীয় কর্মসূচির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে। যে দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেই দল সরকার গঠন করে। ভারত, পাকিস্তান, ইতালি, ফ্রান্স এবং বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ