• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

একদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Single Party System

বিংশ শতাব্দীর একটি বড় আবিষ্কার হলো একদলীয় ব্যবস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশে একদলীয় শাসনব্যবস্থার প্রচলন শুরু হয়। বর্তমান সময়ে বিশ্বের সমাজতান্ত্রিক দেশসমূহে এখনো একদলীয় ব্যবস্থার প্রচলন রয়েছে। নিম্নে একদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা আলোচনা করা হলো:

১. সরকারের স্থায়িত্ব একদলীয় শাসনব্যবস্থায় ঘন ঘন সরকার বদল হয় না। কেননা এই সরকার সুদৃঢ় ও স্থায়ী হয়। তাই দীর্ঘদিন এ সরকার রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়। ফলে এ সরকার তার কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে পারে।

২. দক্ষ শাসনব্যবস্থা: একদলীয় শাসনব্যবস্থায় একটিমাত্র দলের দ্বারা পরিচালিত হয়। তাই এ ধরনের শাসনব্যবস্থায় কথায় কথায় বিরোধিতা, হরতাল, আইনসভা বর্জন, জ্বালাও পোড়াও সহ্য করা হয় না। ফলে এ শাসনব্যবস্থায় দক্ষ শাসন প্রতিষ্ঠিত হয়।

৩. দলীয় শৃঙ্খলা বিধান একদলীয় শাসনব্যবস্থায় দলীয় প্রধানই সর্বেসর্বা হয়। কেননা এ ব্যবস্থায় কোনো প্রকার বিরোধিতা সহ্য করা হয় না। ফলে কঠোরতার সাথে দলীয় শৃঙ্খলা রক্ষণ করা সম্ভব হয়।

৪. অর্থনৈতিক উন্নয়ন: একদলীয় শাসনব্যবস্থার একটি অন্যতম দিক হলো অর্থনৈতিক উন্নয়ন। কেননা, একদলীয় ব্যবস্থায় সরকারের স্থায়িত্ব নিশ্চিত হওয়ায় দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়।

৫. জাতীয় ঐক্য ও সংহতি একদলীয় ব্যবস্থায় দেশব্যাপী একটিমাত্র রাজনৈতিক দল থাকায় দেশের শাসন পরিচালনায় কোনো প্রকার মতবিরোধ সৃষ্টি হয় না। ফলে দেশটিতে একই আদর্শ প্রতিষ্ঠিত হয় এবং জাতীয় ঐক্য ও সংহতি বজায় ই আদর্শ ও থাকে।

৬. জরুরি অবস্থা মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণ একদলীয় ব্যবস্থায় যেকোনা জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত থাকলে এরূপ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু একাধিক দল

৭. সরকারি নীতি ও কর্মপন্থা একদলীয় ব্যবস্থায় সরকার জাতীয় স্বার্থের প্রয়োজনে দলীয় মতামতের ভিত্তিতে সরকারি নীতি ও কর্মসূচি গ্রহণ করতে পারে। ফলে জনকল্যাণ সাধনে সরকারকে কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হয় না।

সম্পর্কিত প্রশ্ন সমূহ