- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
একদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ Demerits of Single Party System
একদলীয় ব্যবস্থার কতকগুলো গুণের পাশাপাশি ত্রুটিও রয়েছে। এগুলো অস্বীকার করা যায় না। পশ্চিমা গণতন্ত্রের প্রবক্তাগণ একদলীয় ব্যবস্থার তীব্র সমালোচনা করে এর ত্রুটির কথা বলেছেন। নিম্নে একদলীয় ব্যবস্থার অসুবিধা বা ত্রুটিসমূহ তুলে ধরা হলো:
১. গণতন্ত্র বিরোধী গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো জনগণের সমালোচনা করার অধিকার। কিন্তু একদলীয় শাসনব্যবস্থায় এই অধিকার নেই। এতে দলীয় স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন রকম মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণকে প্রভাবিত করা হয়। তাই একদলীয় ব্যবস্থা গণতন্ত্র বিরোধী।
২. জনমত উপেক্ষা জনমত হলো রাজনৈতিক দলের প্রাণশক্তি। কিন্তু তা সত্ত্বেও একদলীয় শাসনব্যবস্থায় জনমতকে উপেক্ষা করা হয়। এজন্য এ ধরনের রাজনৈতিক ব্যবস্থা উত্তম ব্যবস্থা হতে পারে না।
৩. ব্যক্তিস্বাধীনতা বিরোধী ব্যক্তি স্বাধীনতা নাগরিকের একটি অন্যতম অধিকার। একদলীয় শাসনব্যবস্থায় একনায়কত্ব প্রতিষ্ঠিত হয় বলে ব্যক্তিস্বাধীনতা বিপর্যস্ত হয়। এখানে তাদের মতামত প্রকাশের কোনো অধিকার থাকে না। ফলে দলীয় আদর্শ ও শৃঙ্খলা বিধানের নামে সুকৌশলে এ ব্যবস্থায় নাগরিকের মৌলিক অধিকার খর্ব করা হয়।
৪. রাজনৈতিক শিক্ষার বিস্তারে প্রতিবন্ধকতা: একদলীয় শাসনব্যবস্থা রাজনৈতিক শিক্ষার বিস্তারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কারণ একটি রাষ্ট্রে বিভিন্ন রাজনৈতিক দল থাকলে প্রত্যেক দল তাদের নিজ নিজ দলীয় আদর্শ ও নীতি প্রচার করতে পারে। ফলে জনগণ দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জন এবং তাদের স্বার্থের অনুকূলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু একদলীয় ব্যবস্থায় তা করা সম্ভব হয় না।
৫. স্বাধীন ব্যক্তিত্ব বিকাশের বাধা: একদলীয় শাসনব্যবস্থা ব্যক্তির ব্যক্তিত্বের উপর আঘাত করে। কারণ এ শাসনব্যবস্থায় স্বাধীন চিন্তা-ভাবনার পরিবেশ থাকে না। ফলে এ শাসনব্যবস্থায় ব্যক্তির ব্যক্তিত্বের স্বাধীন বিকাশ বাধাপ্রাপ্ত হয় এবং ব্যক্তিত্বের অপমৃত্যু ঘটে।
৬. সামাজিক মূল্যবোধ বিনষ্ট জনবিচ্যুতির আশঙ্কা করা হয়। ফলে শাসকের সাথে শাসিতের সম্পর্ক বিনষ্ট হয়। তাই এটি সামাজিক মূল্যবোধ বিনষ্ট একদলীয় শাসনব্যবস্থায় সামাজিক মূল্যবোধ বিনষ্ট হয়। জনসম্পৃক্তার অভাবে এতে করে থাকে।
৭. বিদ্রোহ-বিপ্লবের আশঙ্কা একদলীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রের বিভিন্ন অংশের ভৌগোলিক পরিবেশের বিভিন্নতার কারণে সামাজিক ব্যবস্থায়ও ভিন্নতা দেখা যায়। একদলীয় শাসন ব্যবস্থায় জনগণ সরকারের যেমন সমালোচনা করতে পারে না, তেমনি বঞ্চনার কথাও ব্যক্ত করতে পারে না। ফলে ভিন্ন ভিন্ন সমস্যা ও আশা-আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সুতরাং এই ক্ষোভের মাঝেই বিদ্রোহ-বিপ্লবের সম্ভাবনা নিহিত থাকে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ